Thikana News
১৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

গাজায় ঢুকে হামাসকে ‘মেরে ফেলার’ হুমকি ট্রাম্পের

গাজায় ঢুকে হামাসকে ‘মেরে ফেলার’ হুমকি ট্রাম্পের ছবি : সংগৃহীত



 
হামাস যদি আবার গাজায় বেসামরিক মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের হত্যা করতে বাধ্য হবে। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হুমকি দেন। খবর শাফাক নিউজের।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হামাস যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজায় ফের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং যাদের ‘ইসরায়েলের সহযোগী’ মনে করছে, তাদের টার্গেট করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র হামাসকে জোরপূর্বক নিরস্ত্র করবে, যদি এমন সহিংসতা আবার শুরু হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড হামাসকে গাজায় সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। যদিও হামাস দাবি করেছে, তারা বেসামরিকদের নয়, বরং যুদ্ধের অরাজকতা কাজে লাগানো অপরাধী গোষ্ঠী ও কথিত সহযোগীদের টার্গেট করছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, হামাস কিছু খারাপ গ্যাংকে সরিয়ে দিয়েছে, সেটা আমাকে খুব একটা বিরক্ত করেনি।

তবে তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র গাজায় স্থলসেনা পাঠাবে না, তবে ইসরায়েলের যেকোনো সামরিক অভিযানে পূর্ণ সমর্থন দেবে।

ট্রাম্পের এ বক্তব্যকে হামাসের প্রতি একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, যাতে তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স