Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল

ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল ছবি সংগৃহীত



 
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রমে গতি আনতে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত ছুটির দিনেও এবং অফিস সময় শেষে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

অফিস আদেশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকেই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স