Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ইপিজেডে আগুন : জ্বলছে পুরো ভবন

চট্টগ্রামে ইপিজেডে আগুন : জ্বলছে পুরো ভবন ছবি সংগৃহীত



 
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কোম্পানির গুদামে লাগা আগুন কোনোভাবেই নেভানো যাচ্ছে না। বৃহস্পতিবার  (১৬ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে আটতলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার পর থেকে রাত ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে এরই মাঝে ভবনের পুরোটাতে আগুন ছড়িয়ে পড়েছে।

ইতিমধ্যে উপর থেকে নিচের দিকে আগুন ছড়িয়ে এখন তৃতীয় তলা পর্যন্ত এসেছে।

আগুন নেভাতে পারছেন না ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যাক সদস্য। আগুন আরও বিস্তৃত হচ্ছে। আগুনের ভয়াবহতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এতে করে আশপাশে ভবনেও আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নাম প্রকাশ না করার শর্তে রাত ১০টায় জানানো হয়, আগুন এখনো নেভেনি। এখন তৃতীয় তলা পর্যন্ত এসেছে। পুরো ভবনটিই জ্বলে পুড়ে যাচ্ছে। সেখান থেকে মাঝেমধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জানা যায়, আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। এর মধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন যাতে আশপাশে ছড়াতে না পারে। এ ছাড়া ভয়াবহ এই আগুন নেভাতে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে। কারখানার মালিকপক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই।

এ অবস্থায় আচমকা আকাশ থেকে বৃষ্টি নামে ওই এলাকায়। একেবারে মুষলধারায় বৃষ্টি নেমেছে বলে জানান ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, হঠাৎ বৃষ্টি নামায় কিছুটা স্বস্তি ফিরেছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স