ওইদিন সন্ধ্যার পরপরই লাগোর্ডিয়া পারফর্মিং আর্ট সেন্টারে দর্শকেরা আসতে থাকেন। একসময় মিলনায়তন কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুপম রায়ের গান শোনার জন্য। অবশেষে এল সেই কাক্সিক্ষত মুহূর্ত। অনুপম রায় মঞ্চে আসতেই সবাই তাকে করতালি নিয়ে স্বাগত জানান। অনুপম রায় একটু শান্ত স্বভাবের। সদা হাসিখুশি শান্ত একজন মানুষ। সংগীতশিল্পী ছাড়াও তিনি পেশায় একজন প্রকৌশলী। গানকে ভালোবাসেন বলেই ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি নিজেকে সম্পৃক্ত করেন গানের জগতে।
অনুষ্ঠানে তিনি একে একে গেয়ে শোনান তার পছন্দের গানগুলো। তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। ‘আমাকে আমার মতো থাকতে দাও’ তার অন্যতম একটি জনপ্রিয় গান। তিনি সারা জীবন চেষ্টা করেছেন ভালো কথা ও মিষ্টি সুরের গান করতে।
অনুপম রায়ের গান শোনার সময় দর্শকেরা এতটাই বিমোহিত হয়ে যান, যেন হলের পুরো নিয়ন্ত্রণই তার হাতে। তিনি রাত ১১টা পর্যন্ত গান পরিবেশন করেন।

কনসার্টে অগণিত দর্শক ছাড়াও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহনেওয়াজ, রানো নেওয়াজসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস ও নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার ছিল পাওয়ার্ড বাই। গ্যালাক্সি মিডিয়া ও এভিএআর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগেও তারা বিভিন্ন শিল্পীর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসি। টিকিটের মূল্য ছিল ৫৫ থেকে ৩০০ ডলার। টিকিটের মূল্য রেগুলার ৫৫, সিলভার ৬৫, গোল্ড ৭৫, প্রিমিয়াম ৮৫, ভিআইপি ১৫০ এবং ভিভিআইপি ৩০০ ডলার। অনুষ্ঠানের কো-স্পন্সর ছিল মাছওয়ালা, এ্যাম্পেয়ার হোম কেয়ার, শেরা ইনক, নাভিনা, স্মাইল আব্দুর রশিদ বাবুসহ একাধিক প্রতিষ্ঠান।