Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ইতালি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

ইতালি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত



 
দুই দিনের সফর শেষে ইতালি থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৪ অক্টোবর (মঙ্গলবার) ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি রোমের বিমানবন্দর থেকে রওনা হন তিনি।

বাংলাদেশ সময় ১৫ অক্টোবর (বুধবার) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে গত ১২ অক্টোবর (রবিবার) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। রোম ফিউমিসিনো বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক তাঁকে স্বাগত জানান।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স