Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি, ব্যবসায়ীরা বাড়িয়েছে : বাণিজ্য উপদেষ্টা

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি, ব্যবসায়ীরা বাড়িয়েছে : বাণিজ্য উপদেষ্টা



 
সরকারের অনুমোদন ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা এসব কথা জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই ব্যবসায়ীদের। যদি দামের তারতম্য ঘটে, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

গত সোমবার ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নতুন হারে, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৬ টাকা বৃদ্ধি পেয়ে ১৯৫ টাকা হয়েছে, আর খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বৃদ্ধি পেয়ে ১৭৭ টাকা হয়েছে। এছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২৩ টাকা বৃদ্ধি পেয়ে ৯৪৫ টাকা হয়েছে, এবং পাম তেলের দাম লিটার প্রতি ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা হয়েছে।

তাদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, বাজারে তেলের দাম বাড়ানোর কোনো অনুমোদন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স