প্রথমবারের মতো হাইপাসনিক কিঞ্জাল মিসাইল দিয়ে রুশ এসইউ-৩৪ বোমরু যুদ্ধবিমানের মহড়া দিয়েছে। ইউক্রেনে এ বিশেষ সামরিক মহড়া চালানো হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। খবর : তাসের। সফলভাবে এই মহড়া সম্পন্ন করায় এসইউ-৩৪ বোমরু বিমানের পাইলটদেরকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছে রাশিয়া।
কিঞ্জাল মিসাইল হচ্ছে রাশিয়ার সর্বাধুনিক হাইপাসনিক অ্যারো-ব্যালাস্টিক মিজাইল যা মিগ-৩১কে যুদ্ধবিমানে বিশেষ ভাবে যুক্ত করা হয়েছে। শত্রপক্ষের রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুুতে নিখুঁতভাবে হামলা চালাতে পারে রুশ এই হাইপারসনিক মিসাইল। ২০১৭ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী এই কিঞ্জাল হাইপাসনিক মিসাইলের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ২০২২ সালের ১৮ মার্চ রাশিয়ার সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই হাইপাসনিক মিসাইল দিয়ে মহড়া চালায়।
ঠিকানা/এম


ঠিকানা অনলাইন


