Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

জনগণের মধ্যে নির্বাচনী আমেজ এলে অপরাধ আরও কমে আসবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণের মধ্যে নির্বাচনী আমেজ এলে অপরাধ আরও কমে আসবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত



 
জনগণের মধ্যে নির্বাচনী আমেজ এলে অপরাধ আরও কমে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ‎৮ অক্টোবর (বুধবার) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে রাজস্ব খাতে কেনা ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা ঝটিকা মিছিল করছে। তবে ২৪৪ জনকে হাতেনাতে ধরার পর থেকে এসব মিছিলের সংখ্যা কমে এসেছে। অপরাধের হারও কমছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি সবাই সহযোগিতা করেন, তাহলে এগুলো একসময় পুরোপুরি কমে যাবে। জনগণ যখন নির্বাচনী আমেজে চলে আসবে, তখন অপরাধ কমে আসবে।

পুলিশের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংখ্যাটা আগে থেকে একটু কমেছে। কিছুদিন আগে নরসিংদীতে পুলিশের ওপর হামলার একটা ঘটনা ঘটেছে। তবে এটাও ধীরে ধীরে কমে আসবে।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য সবচেয়ে বেশি কাজ করতে হয় নির্বাচন কমিশনের। তবে ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ‘স্টেকহোল্ডার’ হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কোনো কিছুই সেটি আটকাতে পারবে না। জনগণ হলো সবচেয়ে বড় ‘ফ্যাক্টর’। জনগণ নির্বাচন নিয়ে খুবই সচেতন। যত দিন যাবে, এ নিয়ে আলোচনাও তত বেশি হবে। নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয়, সেদিকে সবার চেষ্টা থাকবে।

সম্প্রতি বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা মারধরের শিকার হয়েছেন, এমন পরিস্থিতির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সংখ্য আগের থেকে একটু কমে এসেছে। তবে কয়েক দিন আগে নরসিংদীতে এক পুলিশের ওপর হামলার একটি ঘটনা ঘটেছে। এখন জনগণ যদি আস্তে আস্তে সচেতন হন এবং তাঁরা যদি বুঝতে পারেন এই কাজগুলো খারাপ, তখন জনগণই এসব সমস্যার প্রতিকার করবেন। কারণ, সবকিছুর মূলে তো জনগণ।

অনুষ্ঠানে পুলিশকে ২০টি ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘আমাদের যত গাড়ি দরকার, সে তুলনায় কম আছে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা ২০০ গাড়ি কিনতে পেরেছি। এ বছর আরও কিছু গাড়ি কেনা হবে।’

‎‎উপদেষ্টা জানান, রাজধানীর ৫০টি থানার মধ্যে ২৫টি এখনও ভাড়া করা ভবনে চলছে। এর মধ্যে পাঁচটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং আরও দুটি থানার কাজ শিগগির শুরু হবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স