বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বিশ্বের রাজধানী খ্যত নিউইয়র্কে সিটির টাইমস স্কয়ার মাতালেন চিত্রনায়ক জায়েদ খান। গত ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার দুই দিনব্যাপী দুর্গোৎসবের শেষ দিনে মঞ্চে চমক হিসাবে হাজির হন জায়েদ খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুজনের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।
এবারের ম্যানহাটনের টাইমস স্কয়ারে নিউইয়র্কের বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় আয়োজন ছিল এই দুর্গেসব। উত্তর আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে মঞ্চে আসেন। বাঙালি ক্লাব ইউএসএ নামে একটি সংগঠন টাইমস স্কয়ারের দুর্গাপূজা উপলক্ষে এই দুই তারকাকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠান করে।
জায়েদ খান বলেন, ‘আমি খুবই আনন্দিত বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গের মঞ্চ শেয়ার করতে পেরে। নিউইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা দারুণ উপভোগ করেছেন অনুষ্ঠানটি।’