Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

পারস্পরিক আস্থার ভিত্তিতে সৌদির সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব : পররাষ্ট্র উপদেষ্টা 

পারস্পরিক আস্থার ভিত্তিতে সৌদির সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব : পররাষ্ট্র উপদেষ্টা  ছবি : সংগৃহীত



 
বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধু ধর্মীয় নয় বরং পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে ওঠা এক দীর্ঘমেয়াদি বন্ধুত্ব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ৭ অক্টোবর (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, এই চেম্বার দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্যে নতুন দুয়ার খুলে দেবে। সৌদি ব্যবসায়ীদের বন্দর, বিদ্যুৎ, জ্বালানি ও মেগা প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বলেন, সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পর এসে এমন একটি গুরুত্বপূর্ণ চেম্বারের জন্ম আশা জাগায়। সৌদি প্রতিনিধি দলের ২০ সদস্যসহ দুই দেশের ব্যবসায়ী ও কূটনৈতিক মহলের শতাধিক প্রতিনিধি অংশ নেন উদ্বোধনী আয়োজনে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স