টাঙ্গাইল সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তিন কিশোরী নিখোঁজ হয়েছে। এর মধ্যে মনিরা আক্তার নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার চারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার হওয়া মনিরা আক্তার (১১) উপজেলার কেশন মাইজাল এলাকায় মনিরুজ্জামানের মেয়ে। নিখোঁজ দুই কিশোরী হলো মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের মেয়ে আছিয়া (১২) ও মাফিয়া (৯)। মনিরা নিখোঁজ দুজনের খালাতো বোন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা নদীর স্রোতে ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা পর মনিরা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম বলেন, নদীতে নিখোঁজের ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মনিরা নামের একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে যে পর্যন্ত খুঁজে পাওয়া না যায়, উদ্ধারকাজ চলমান থাকবে।
তিনি আরও বলেন, যদিও রাত হওয়ায় আপতত উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে। আবার ভোর হলে উদ্ধারকাজ শুরু হবে।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ বলেন, আজকে সবার চোখ ফাঁকি দিয়ে অদূরে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় তিন বোন। কিন্তু নদীতে স্রোত থাকায় এবং তারা সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস একটি মরদেহ উদ্ধার করেছে এবং বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছে। কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত করা হবে না।
ঠিকানা/এনআই