Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

কুমিল্লায় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

কুমিল্লায় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু ছবি : সংগৃহীত



 
কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ ৫ অক্টোবর (রবিবার) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রাঘাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

পুলিশ জানায়, দুপুরে এলাকায় ভারি বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুজন হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের নারী এবং অপরজন দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের পুরুষ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স