Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ



 
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে ৪নং আঠারবাড়ী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে মঙ্গলবার  সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খালবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালবলা বালিকা উচ্চ বিদ্যালয়, রায়বাজার সরকারি  প্রাথমিক বিদ্যালয় ও রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৯ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

এসময় সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ যে অপরিহার্য ভুমিকা পালন করবে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইদুল রহমান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স