Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও দখলে নিল ইসরায়েল

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও দখলে নিল ইসরায়েল ছবি : সংগৃহীত



 
ফিলিস্তিনের গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় ৩ অক্টোবর (শুক্রবার) সকালের দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়।

পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট নামের এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন। ৪৪টি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ হিসেবে ধরা পড়ল এটি। এর আগে ইসরায়েলি নৌবাহিনী একে একে সব নৌযান আটক করে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ম্যারিনেটকেও বাধা দেওয়া হবে।

এর আগে গত বুধবার থেকে ইসরায়েলি বাহিনী নৌযানগুলো আটক করতে শুরু করে এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ মানবাধিকারকর্মীকে আটক করেছে। এদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ ও ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।

আটকদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স