মনে পড়ে যায় পিছু স্মৃতি
পুরোনো পাথেয় দিনগুলি কী করে তা যাই ভুলি?
মনে পড়ে যায় শৈশবকালে চলেছি পথ কত হেলেদুলে
পাব কি আর যা এসেছি ফেলে?
মনে পড়ে সেই খেলার সাথি
যাদের সাথে ছিল কত প্রীতি
তাদের নিয়েই ভাবি দিন-রাতি।
মনে পড়ে যায় স্কুলজীবন
বন্ধুরা ছিল কত যে আপন
বুক ভেঙে যায় ভাবি তাদের যখন।
মনে পড়ে যায় কৈশোরের দিন কত যে কথা
আরো কত ব্যথা হৃদয় করে শুধু চিনচিন।
মনে পড়ে যায় সবকিছুই আজ
ভালো লাগে না তাই কোনো কাজ।
 
                           
                           
                            
                       
     
  
 

 মিজানুর রহমান মিজান
 মিজানুর রহমান মিজান  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
