কানাডার টরন্টো শহরে প্রাণের আমেজে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। টরন্টো শহরের বিভিন্ন হিন্দু মন্দিরে ২৭ সেপ্টেম্বর শনিবার দুর্গোৎসব শুরু হয় এবং দুই অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপুজো শেষ হবে।
দুর্গোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে পুজো অর্চনা, অঞ্জলি ধুনুচি নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারদ সুন্দরী প্রতিযোগিতা,সিঁদুর খেলা, মহাপ্রসাদ বিতরন ইত্যাদি। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোরসহ দেশের ও প্রবাসের শিল্পীদের পরিবেশিত অনুষ্ঠান সবাই প্রাণভরে উপভোগ করেন।
সকাল থেকে রাত পর্যন্ত ধূপ ধুনো, ঢোল করতাল আর উলু ধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ।
আবাল-বৃদ্ধ-বনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাঙ্গন হয়ে ওঠে শারদোৎসবের রঙে রঙ্গীন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশে যায় মন্দির প্রাঙ্গণে। তারা সারাক্ষণ মেতে থাকেন আনন্দযজ্ঞে।
দুর্গোৎসবের মাধ্যমে টরন্টোতে বসবাসরত বাঙালি হিন্দু সম্প্রদায় তাদের আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে এবং একটি মিলনমেলা তৈরি করে, যেখানে সবাই একত্রিত হয়ে আনন্দটুকু ভাগাভাগি করে নেয়।
ঠিকানা/এসআর


সুব্রত চৌধুরী


