Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল আরও এক দেশ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল আরও এক দেশ ছবি : সংগৃহীত



 

আরও একটি দেশ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। স্যান ম্যারিনের পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি তার দেশের হয়ে এই ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 
 

বেকারি বলেন, ‘স্যান ম্যারিনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। জাতিসংঘের নীতি ও সনদ অনুযায়ী তাদের নিরাপত আন্তর্জাতিক সীমান্ত থাকতে হবে। ’

লুকা বেকারি বলেন, এই রাষ্ট্র ফিলিস্তিনি জনগণের অধিকার। তিনি আরও বলেন, ‘একটা রাষ্ট্র থাকা ফিলিস্তিনি জনগণের অধিকার। এটি হামাসের জন্য কোনো পুরস্কার নয়।’ তিনি গাজা ও পশ্চিম তীরে চলমান মানবিক বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে এটাকে ‘অসহনীয়’ এবং ‘আমাদের সময়ের সবচেয়ে বেদনাদায়ক ও দীর্ঘস্থায়ী ট্র্যাজেডিগুলোর একটি’ বলে অভিহিত করেন।
 

এর মধ্যদিয়ে এখন পর্যন্ত বিশ্বের ১৫৮টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল।
 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স