ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল আরও এক দেশ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩২ , অনলাইন ভার্সন

আরও একটি দেশ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। স্যান ম্যারিনের পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি তার দেশের হয়ে এই ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 
 

বেকারি বলেন, ‘স্যান ম্যারিনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। জাতিসংঘের নীতি ও সনদ অনুযায়ী তাদের নিরাপত আন্তর্জাতিক সীমান্ত থাকতে হবে। ’

লুকা বেকারি বলেন, এই রাষ্ট্র ফিলিস্তিনি জনগণের অধিকার। তিনি আরও বলেন, ‘একটা রাষ্ট্র থাকা ফিলিস্তিনি জনগণের অধিকার। এটি হামাসের জন্য কোনো পুরস্কার নয়।’ তিনি গাজা ও পশ্চিম তীরে চলমান মানবিক বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে এটাকে ‘অসহনীয়’ এবং ‘আমাদের সময়ের সবচেয়ে বেদনাদায়ক ও দীর্ঘস্থায়ী ট্র্যাজেডিগুলোর একটি’ বলে অভিহিত করেন।
 

এর মধ্যদিয়ে এখন পর্যন্ত বিশ্বের ১৫৮টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল।
 

ঠিকানা/এএস

M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041