Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৮

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৮ ছবি সংগৃহীত



 
ভারতের তামিলনাড়ুর করুর জেলায় তামিলগা ভেত্রি কাজগম (টিভিকে) প্রধান ও জনপ্রিয় তারকা বিজয় থালাপতির সমাবেশে ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনায় আরও ৪৬ জন আহত হয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, একপর্যায়ে অসংখ্য মানুষ সামনে ধাবিত হলে কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে এবং সেখান থেকেই পদদলনের ঘটনা শুরু হয়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার অনুমান, সমাবেশস্থলে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিল, যেখানে বিজয়ের সমাবেশ শেষে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তিনি আসতে ছয় ঘণ্টার বেশি দেরি হয়, আর এ সময়ে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিহতদের মধ্যে তিনজন শিশু।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা বিজয়ের নতুন দলের সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান।

এ ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন। সোশ্যালে তিনি লেখেন, করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিজয় যখন বক্তব্য শেষ করেন, হঠাৎ অতিরিক্ত ভিড়ের মধ্যে কয়েকজন মানুষ অজ্ঞান হয়ে পড়েন। তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার আগে ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে যায়। অবশ্য বিজয় তখনো বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন। কয়েকজন কর্মী পরিস্থিতি লক্ষ্য করে তাকে সতর্ক করেন। এরপর বিজয় তার বক্তব্য থামিয়ে দেন এবং পানি ছিটাবার উদ্যোগ নেন।

এ সময় ভিড়ের কারণে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে পৌঁছাতে দেরি হয়। তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে অন্তত ৩০ হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এ ঘটনার পর শাসক দল ডিএমকে বিজয়ের অবহেলার কারণে তার গ্রেপ্তারের দাবি করেছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স