Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


‘আই লাভ মুহাম্মদ’ স্লোগানে উত্তাল ভারত

‘আই লাভ মুহাম্মদ’ স্লোগানে উত্তাল ভারত ছবি সংগৃহীত



 
ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে ‘আই লাভ মুহাম্মদ’ স্লোগান। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে নিজেদের প্রোফাইল ছবিতে এই স্লোগান ব্যবহার করছেন। তবে এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবং পুলিশি পদক্ষেপ।

ঘটনার সূত্রপাত হয় গত ৪ সেপ্টেম্বর, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। উত্তরপ্রদেশের কানপুরে মুসলিমরা ‘আমি মুহাম্মদ ﷺ-কে ভালোবাসি’ লেখা পোস্টার ও ব্যানার নিয়ে শোভাযাত্রা বের করেন। পরে তা ঘিরে আপত্তি ওঠে এবং পুলিশ হস্তক্ষেপ করে। পুলিশের দাবি, ধর্মীয় শোভাযাত্রায় নতুন রীতি যোগ করা নিয়মবিরুদ্ধ।

এ ঘটনার পর ৯ সেপ্টেম্বর ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করে হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘কানপুর পুলিশ, আই লাভ মুহাম্মদ লেখা কোনো অপরাধ নয়। যদি তা অপরাধ হয়, আমি শাস্তি মেনে নেব।’

যদিও কানপুর পুলিশের ডেপুটি কমিশনার দিনেশ ত্রিপাঠী দাবি করেছেন, কেবল পোস্টার বা স্লোগানের জন্য এফআইআর হয়নি। মূলত নির্ধারিত জায়গা ছেড়ে অন্যত্র প্যান্ডেল বানানো এবং পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করেই মামলা হয়েছে।

এদিকে বিতর্ক ছড়ালেও রাজনীতিবিদরা সম্প্রীতির আহ্বান জানিয়েছেন। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ মন্তব্য করেন, “হিন্দুরা যেমন দেবীর ছবি নিয়ে মিছিল করেন, শিখরা যেমন গুরুদের ছবি নিয়ে মিছিল করেন, তেমনি মুসলিমদেরও ‘আমি মুহাম্মদ ﷺ-কে ভালোবাসি’ লেখা পোস্টার রাখায় আপত্তির কারণ নেই।”

ইতোমধ্যে সমাজবাদী পার্টির নেতারাও এটিকে বাকস্বাধীনতার অধিকার হিসেবে উল্লেখ করেছেন। সূত্র : ইন্ডিয়া টুডে

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স