Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ৫ বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ৫ বছরের কারাদণ্ড ছবি সংগৃহীত



 
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

প্যারিসের ফৌজদারি আদালত তাকে দুর্নীতি ও অবৈধ প্রচারণায় অর্থায়নসহ অন্যান্য সব অভিযোগ থেকে খালাস দিয়েছেন। তবে মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন সারকোজি।

২০০৭ সালের নির্বাচনী প্রচারণার জন্য গাদ্দাফির তহবিল ব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে, এর বিনিময়ে সারকোজি পশ্চিমা দেশগুলোর কাছে গাদ্দাফির খ্যাতি ক্ষুণ্ন করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

৭০ বছর বয়সী সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স