গা বাঁচিয়ে চলার এখন সময় না
পালিয়ে বাঁচার এখন সময় না
চারিপাশে তাণ্ডব প্রবাহ
বর্ষণ করছে তীব্র ঘৃণা
জাগো হে-সূর্যসেনা
গন্তব্য ছুঁয়ে হেঁটে যাও
তামাম গ্যালাক্সিতে
তোমাদের অগম্য নেই কোথাও
উল্কা পতনের আগে করো উদ্ভাস
মানচিত্রে পড়ে থাকা থেঁতলানো হাতের ইতিহাস
পাঠোদ্ধার করো শিকার-সহিংসতা
কীভাবে মুছে গেছে সাফল্যের গাথা
জয়তু-জয়তু বলে নতুন বিন্যাসে
কীভাবে থেমে গেছে-
ঢেউ বিদ্রোহে দুলে ওঠা নদীর সরবতা
সাফল্যের জিজ্ঞাসায় অবয়বহীন বর্তমান
ফুরিয়ে আসা তেজি আগুনের নিভু নিভু জ্ঞান
আমাদের ধর্মরাজ্যে ধূর্ত চিলেরা
বাতাসের দরজা ঠেলে
প্রজন্মের বোদ্ধা ঘোড়সওয়ার
দেখো-
নষ্ট নখর লেগে আছে ভূমির কঙ্কালে
শিকার নিজেই ধরা দেয়, জাঁদরেল শিকারির জালে!