Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


পুনঃপাঠ

পুনঃপাঠ



 
গা বাঁচিয়ে চলার এখন সময় না
পালিয়ে বাঁচার এখন সময় না
চারিপাশে তাণ্ডব প্রবাহ
বর্ষণ করছে তীব্র ঘৃণা
জাগো হে-সূর্যসেনা
গন্তব্য ছুঁয়ে হেঁটে যাও
তামাম গ্যালাক্সিতে
তোমাদের অগম্য নেই কোথাও

উল্কা পতনের আগে করো উদ্ভাস
মানচিত্রে পড়ে থাকা থেঁতলানো হাতের ইতিহাস
পাঠোদ্ধার করো শিকার-সহিংসতা
কীভাবে মুছে গেছে সাফল্যের গাথা
জয়তু-জয়তু বলে নতুন বিন্যাসে
কীভাবে থেমে গেছে-
ঢেউ বিদ্রোহে দুলে ওঠা নদীর সরবতা

সাফল্যের জিজ্ঞাসায় অবয়বহীন বর্তমান
ফুরিয়ে আসা তেজি আগুনের নিভু নিভু জ্ঞান
আমাদের ধর্মরাজ্যে ধূর্ত চিলেরা
বাতাসের দরজা ঠেলে
প্রজন্মের বোদ্ধা ঘোড়সওয়ার

দেখো-
নষ্ট নখর লেগে আছে ভূমির কঙ্কালে
শিকার নিজেই ধরা দেয়, জাঁদরেল শিকারির জালে!
 

কমেন্ট বক্স