Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ঠাঁই

ঠাঁই



 
একা যখন ভাবতে বসি, বারণ মানে না।
তোমায় যখন হাসতে দেখি, কারণ জানি না।
মন-সাগরে হাজার কথা, কোনটি বলি আগে,
শালিক চোখের বাঁকা চাহনি, বিজলি চমক লাগে।

ময়না গলায় সুর তুলে গাও, হৃদয় কথা কয়।
মুখ বলে না, চোখ বলে দেয়, লিরিক, তাল, লয়।
এক পলকে সব বলে দেয়, মহাভারত, রামায়ণ।
বোঝার যে জন, বুঝে নেবে শত্রু ও আপন।

রাগ চেহারায়, দেখতে দেখায়, তারা বাতির ঝলক।
একটু বাদেই উধাও রাগ, লাগে না এক পলক।
তোমায় যখন ভাবতে দেখি, অজানা সব প্রশ্ন আঁকি,
মন নিয়েছ, জন নিয়েছ, আর কী থাকে বাকি।

শিশুক তালে ডুবসাঁতারে, জোয়ার ভাটা গুনি,
শিমুল লালে মন সাজায়ে, মায়ার জাল বুনি।
হৃদয় কোণে ঘর বেঁধেছ, আমার জায়গা নেই,
তোমার হৃদয় মহাসাগর, একটু দেবে ঠাঁই?
 

কমেন্ট বক্স