সম্পর্কটায় মিলের চেয়ে অমিল বেশি,
মিলে থাকে না স্বাদ লাগে আলুনি।
বৈজ্ঞানিক ব্যাখ্যা চুম্বকের বিপরীত মেরুতেই আকর্ষণ
তার প্রভাবেই আসে জোয়ার করি কত আয়োজন।
রক্তের গ্রুপ এক হলেও আছে বিপত্তি
ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যগত ত্রুটির জন্যই আপত্তি।
যুক্তি তর্ক চিন্তায় হয়ে গেলে মিল
দুধ চিনি ছাড়া চা যেমন, থাকে না চিল।
প্রকৃতিই আমাদের বিপরীত দিকে ধাবিত করেছে
সে-ই অকৃতদার যে এই দাবড়ে হেরেছে।
আমাদের এই সম্পর্কের নাম, স্বামী-স্ত্রী
যেখানে গল্পের চেয়ে ঝগড়া বেশি।