Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

স্বপ্নের আবেশ

স্বপ্নের আবেশ





 
নৈপুণ্যের ঝুড়ি হাতে আজকাল
এগোতে পারে না জীবন,
প্রয়োজন শেষে ফুরায় সব ভালোবাসা।
শামুক পায়ের মিথ্যে আশ্বাসে তবু এগোতে হয়।
দুঃখভরা বৃষ্টিতে কাঁদে সুখ পিপাসা!
কাব্যিক চাহিদার ইশারায় সব অশ্রুময়।
সূর্যের টিপ পরা সকাল আসার
অপেক্ষায় থাকে কাতর সময়,
অনুকম্পার সুরে গান করে চলে ক্লান্ত আঁধার।
দুঃখের প্রাচীর ভেঙে তখন
গর্জে উঠতে চায় ফেরারি স্বপ্নের আবেশ।
 

কমেন্ট বক্স