Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

পূজা

পূজা



 
পূজা আসে কুজা পাশে
সুজা আসে বাড়িতে
বৃষ্টি আসে কৃষ্টি আসে
মিষ্টি হাসে হাঁড়িতে।

মামা-মামি মাসি-পিসি
হাসা-হাসি ঘরেতে
চাষাচাষি পাশাপাশি
আশা বাঁধে চরেতে।

মন পড়েছে হিলসে মাছে
নবমীর পাঁঠাতে
ফলে ফুলে সাজা ঘটে
নৈবদ্যের বাটাতে।

দশমীতে ঢাকে ঢোলে
আবীরের খেলাতে
মিলেমিশে কোলাকুলি
হাসিখুশির মেলাতে।
 

কমেন্ট বক্স