পূজা আসে কুজা পাশে
সুজা আসে বাড়িতে
বৃষ্টি আসে কৃষ্টি আসে
মিষ্টি হাসে হাঁড়িতে।
মামা-মামি মাসি-পিসি
হাসা-হাসি ঘরেতে
চাষাচাষি পাশাপাশি
আশা বাঁধে চরেতে।
মন পড়েছে হিলসে মাছে
নবমীর পাঁঠাতে
ফলে ফুলে সাজা ঘটে
নৈবদ্যের বাটাতে।
দশমীতে ঢাকে ঢোলে
আবীরের খেলাতে
মিলেমিশে কোলাকুলি
হাসিখুশির মেলাতে।