Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


পাকিস্তানশাসিত কাশ্মির একদিন নিজেই ভারতের অংশ হয়ে যাবে : রাজনাথ সিং

পাকিস্তানশাসিত কাশ্মির একদিন নিজেই ভারতের অংশ হয়ে যাবে : রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: সংগৃহীত



 
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মনে করেন, কোনো ধরণের আক্রমণাত্মক পদক্ষেপ ছাড়াই পাকিস্তান-শাসিত কাশ্মীর একদিন ভারতের অংশ হবে। ২২ সেপ্টেম্বর (সোমবার) মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের নিজস্ব হবে। সেখান থেকে দাবি তোলা শুরু হয়েছে... আপনারা নিশ্চয়ই স্লোগান শুনেছেন।'

রাজনাথ বলেন, পাঁচ বছর আগে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি একই কথা বলেছিলেন।

তিনি উল্লেখ করেন, 'পাঁচ বছর আগে কাশ্মীরে এক অনুষ্ঠানে আমি ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলাম, তখন আমি বলেছিলাম, আমাদের আক্রমণ করে দখল করার দরকার হবে না, এটি যেভাবেই হোক আমাদের; তারা (কাশ্মীরিরা) নিজেই বলবে - ম্যায় ভি ভারত হুঁ। সেই দিন আসবে।'

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গত ৭ মে ভারতের 'অভিযানের' সময় কেন্দ্রীয় সরকার পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের 'সুযোগ হাতছাড়া করেছে' বলে অভিযোগ ওঠার পর রাজনাথের এই মন্তব্য এলো।

প্রতিবেদনে বলা হয়, দেশটির বিভিন্ন বিরোধী দলের একাধিক নেতা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, অপারেশন সিন্দুরে একাধিক পাকিস্তানি বিমান ভূপাতিত করার পর ভারত প্রাধান্য পাওয়ার পরেও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারা দাবি করেন,পাকিস্তান-শাসিত অঞ্চল দখলের সুযোগ রয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স