Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


আইএইএ’র সঙ্গে সম্পর্ক স্থগিত করার ঘোষণা ইরানের

আইএইএ’র সঙ্গে সম্পর্ক স্থগিত করার ঘোষণা ইরানের ছবি : সংগৃহীত



 
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নিয়েছে। এ কারণে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করা হবে বলে সতর্ক করেছে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা।

তাদের দাবি, এই পদক্ষেপ কার্যত তেহরানের সহযোগিতার পথ রুদ্ধ করবে।

শনিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) এই সতর্কতা দেয়। এর একদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) ইরানের ওপর নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের প্রস্তাব গৃহীত করতে ব্যর্থ হয়।

গত ২৮ আগস্ট ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য- যাদের একসঙ্গে ই থ্রি বলা হয়, তারা দাবি করে যে ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে। এরপর তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ৩০ দিনের প্রক্রিয়া শুরু করে।

তবে এই উদ্যোগকে রাশিয়া ও চীন- যারা ওই চুক্তির স্বাক্ষরকারী- প্রত্যাখ্যান করেছে এবং ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে।

ইরানের এসএনএসসি, যা প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের নেতৃত্বে পরিচালিত হয়, ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপকে ‘অবিবেচক’ আখ্যা দিয়েছে। সংস্থাটি বলেছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে মাসের পর মাস ধরে চলা আলোচনা ও সহযোগিতা ব্যাহত করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা ও পারমাণবিক ইস্যু সমাধানে প্রস্তাব দেওয়ার পরও ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপ সংস্থাটির সঙ্গে সহযোগিতার পথ কার্যত স্থগিত করবে।

এর আগে চলতি মাসের শুরুতে কায়রোতে এক বৈঠকের পর ইরান ও আইএইএ পরিদর্শন পুনরায় শুরু করার বিষয়ে একমত হয়। এর আওতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতেও আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেওয়ার কথা ছিল।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স