গির্জার ভেতরে যদি আমি হই
মন্দিরে দেয়ালে লাল দাগ
অন্দরমহলে উঁচু জাত,
মসজিদে সেজদায় শুভ্র বসনে তুমি,
তবে-
বাইরে কাদের কোলাহল?
শালীনতার লাল মানুষগুলো আজকাল
ভাড়া পাওয়া যায় ডলার কিংবা
নিকলের বিনিময়ে!
আশ্চর্য হবার বা কী আছে?
দারিদ্র্যসীমার নিচে বাসযোগ্য ভূমে
সভ্যতার ঘোলা জলে
মিশে গেছে বিবেকের স্বচ্ছ জল!
দিব্যি দিয়ে বলছি-
উপাসনালয়ের খসে পড়বে প্রস্তর যুগ
নেট দুনিয়ায় ঘুরবে ঈশ্বর,
হাতের মুঠোয় তুমি খুঁজে নিও
সন্ধ্যারতি, মিনারের ঘণ্টা কিংবা
স্বর্গধামের পথ!
ঈশ্বর বড় অসহায়!
                           
                           
                            
                       
     
  
 


 সুবীর কাস্মীর পেরেরা
 সুবীর কাস্মীর পেরেরা  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
