Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

রাজশাহীতে এনসিপি নেত্রী মায়ার পদত্যাগ 

রাজশাহীতে এনসিপি নেত্রী মায়ার পদত্যাগ  রাজশাহীতে এনসিপি নেত্রী মায়ার পদত্যাগ 



 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ এনে পদত্যাগ করেন এই নেত্রী। 
আজ ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে শামীমা সুলতানা মায়া এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শামীমা সুলতানা মায়া জানা, নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিমূলক প্রচারণার কারণে তার ব্যক্তিগত আদর্শ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে। 
 
এনসিপি নেত্রী বলেন, রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। বর্তমান পরিস্থিতিতে সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।
মায়া জানান, গত ৪ আগস্ট তিনি দলের কেন্দ্রীয় সংসদ বরাবর অভিযোগ দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কেন্দ্র থেকে কোনো সমাধান আসেনি। তাই তিনি মনে করেছেন, এখানে থেকে তার আত্মসম্মান ও সামাজিক অবস্থান বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না।

এদিকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, মায়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার বেশ কিছু অভিযোগ আমাদের হাতে এসেছে। আমরা অভিযোগগুলো যাচাই করে সত্যতা পেয়েছি। কেন্দ্রকে লিখিতভাবে অবগত করার সিদ্ধান্ত নিয়েছি। আমার ধারণা, এজন্যই সে আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স