তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের পদত্যাগ চেয়ে দেশটির রাজধানী আঙ্কারায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। গতকাল ১৪ সেপ্টেম্বর (রবিবার) এই বিক্ষোভে অন্তত ৫০ হাজার মানুষ অংশ নেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) একটি গুরুত্বপূর্ণ আদালতের শুনানির আগে বিক্ষোভটি হচ্ছে। শুনানির প্রাক্কালে সেখানকার তান্দোগান স্কয়ারে কয়েক হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে।
সিএইচপি’র সহ-সভাপতি মুরাত বাকান দাবি করেছেন, ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এদিন হাজার হাজার মানুষ তান্দোগান স্কয়ারে তুর্কি পতাকা উড়িয়ে ও তুর্কি প্রজাতন্ত্রের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্কের টি-শার্ট পরে এই বিক্ষোভে উপস্থিত হন। সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, এরদোয়ানের পদত্যাগ চাই সম্বলিত ব্যানার ছিল বিক্ষোভকারীদের হাতে। এরদোয়ানের পদত্যাগ চেয়ে স্লোগানও দিচ্ছিলেন তারা।
এক বক্তৃতায়, সিএইচপি নেতা ওজগুর ওজেল সোমবারের আদালতের শুনানির কথা উল্লেখ করে বলেন, এই মামলার মাধ্যমে তাকে নেতার পদ থেকে বহিষ্কার করা হতে পারে, দলের বিরুদ্ধে সংঘটিত (বিচারিক) অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াতে হবে তিনি আরও বলেন, ‘মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অভিযোগগুলো মিথ্যা।’
ঠিকানা/এএস


ঠিকানা অনলাইন


