Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১২ সেনাসদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১২ সেনাসদস্য নিহত ছবি সংগৃহীত



 
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১২ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের পাহাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তারা বলেন, সেনাবাহিনীর সদস্যরা গাড়িবহর নিয়ে আফগানিস্তান সীমান্ত লাগোয়া দক্ষিণ ওয়াজিরিস্তানের দুর্গম বাদার এলাকায় পৌঁছানোর পর সেখানে হামলার শিকার হন।

এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, তীব্র গোলাগুলির পর সংঘর্ষে অন্তত ১২ সৈন্য ও ১৩ জন জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী সংগঠন পাকিস্তানি তালিবান। হামলার পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীর অস্ত্র ও ড্রোনও জব্দ করেছে সন্ত্রাসীরা। ঘটনাস্থলের আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স