নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম ঘোষণা করা হয়েছে। তিনি নেপালের সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন এবং দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
স্থানীয় সময় আজ ১২ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৯টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট দপ্তর থেকে এ কথা জানানো হয়েছে।
রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কার্কির নামেই সবার সম্মতি মেলে।
রয়টার্স সূত্রে জানা গেছে, তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। ছোট আকারের এই মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে শপথের পরপরই। বৈঠক থেকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাবও উত্থাপন করবেন তিনি।
এ শপথের মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন সুশীলা কার্কি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটি রাজনৈতিক অস্থিরতায় পড়ে। বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার পরিচালনা করবেন সুশীলা কার্কি।
ঠিকানা/এএস


ঠিকানা অনলাইন


