আমি বৃষ্টিতে ভিজে ভিজে একাকার হই
দমকা বাতাস আমাকে জলজ করে
না ডুবে-জলে ভেসে রই
তুমি নীরব কোনো কথা নেই মুখে
তবু তোমার কথা শুনতে পাই
কোনো শব্দ নেই তবু তোমার গান শুনে যাই
আমি থমকে দাঁড়িয়ে থাকি পা চলে না
তোমার দু’চোখের জ্যোতি, বাঁকা করে আলো
আমার হৃদয়ে আনে কী এক অনুভূতি
আমি বিহ্বল না চলে নীরবে দাঁড়িয়ে থাকি
আমি তোমার হাত ধরে দেখি গোটা আকাশ কাঁপে
যা কখনো আগে অনুভব করিনি
আকাশে কিছুই নেই সূর্য চাঁদ তারা
চারদিক তবু উজ্জ্বল আলোতে ভরা
আমি যেন শূন্যে ভাসি, এমন ভাবিনি আগে
আশ্চর্য-কখনো ডুবিনি এমন অনুরাগে
সময় দাঁড়িয়ে থাকে ঘড়ির কাঁটা বন্ধ
রাতের সাথে এগিয়ে যাই আমি অন্ধ
তুমি কানে ফিসফিস কিছু বলো
আমি বধির তবু শুনি সে ভাষা বিরল
কোথাও কোনো প্রচণ্ড শব্দ নেই
তবু সবই পরিষ্কার সবই শুনতে পাই
এখানে কোনো পথ নেই কোনো রেখা নেই
শুধু দেখি তোমার অপূর্ব ডিজাইন
তুমি স্পর্শ করেছ আমার হৃদয়
আমি অন্ধ তবু পায়ে পায়ে হাঁটি
গভীর তলের অতলে
আমি ভাসি আমি নাচি
জানি না কোথায় হারিয়ে যাই
তোমার অপূর্ব অসম্ভব ভালোবাসার জোয়ারে
স্পর্শহীন চেহারাহীন এই মহানুভবে
আমি কাঙাল দাঁড়িয়ে তোমার দুয়ারে।