আমি বারবার আসি
বারবার তোমার হৃদয়দ্বারে,
আবদার করেছি
আর কতই বলেছি
আমি ভালোবাসি ভালোবাসি।
করেছি কত যে মিনতি ঐ চোখে চেয়ে
ছিল যে প্রেমের আবেদন
বোঝেনি তোমার পাষাণী হৃদয়
বোঝেনি তোমার মন।
আমি ক্ষয়ে ক্ষয়ে যাই
অন্ধকারে ঠাঁই
আমি আমাকে বারবার হারাই।
আমার চোখের মাঝে তুমিই ছিলে
তবে কি হারালাম আপনার ভুলে?
আমি বোঝাতে পারি নাই,
আজও ক্ষয়ে ক্ষয়ে আমি যাই।


মিজানুর রহমান মিজান


