মানে যারা যুক্তি,
দেয় না তারা মিথ্যা ভাষণ
নেয় না কেড়ে পরের আসন
আঁতাত করে ওরা কভু
করেও না তো চুক্তি।
ধরে কারোর উক্তি,
করতে যায় না রেষারেষি
দেখায় না তার জোরও পেশি!
ঘৃণা করে অনিয়মকে
তার থেকে চায় মুক্তি।
না জড়িয়ে দ্বন্দ্বে,
করে তারা লোকের ভালো
সমাজ থেকে তাড়ায় কালো
সৃষ্টি করে নতুন কিছু
রয় মেতে তার গন্ধে।
দূরে ঠেলে মন্দে,
ভাবে তারা ভালো কিছু
লোভের কাছে হয় না নিচু
মহত্ত্বকে তুলে ধরে
ভাসেও আবার ছন্দে।


সুজন দাশ


