সুজন দাশ
শরৎ ভোরে হিমেল হাওয়া
দেয় জুড়িয়ে মন,
শিশিরভেজা দূর্বা ঘাসে,
রোদের কিরণ মুগ্ধ হাসে!
কাশের বনে বইলে বাতাস
সুর বাজে শনশন।
নদীর তীরে ক্ষেতের আলে
দুগ্ধ ধবল কাশ,
মুগ্ধ তাকাই ওদের পানে,
রূপ দিয়ে তার দুচোখ টানে!
শিল্পী কেবল তুলির টানে
টানতে পারে রাশ।
আলপনা দেয় শিউলি ফুলে
যেইনা হবে ভোর,
রাত্রে ফোটে দিনে ঝরে,
দেখলে দু’চোখ মনটি ভরে!
গন্ধে ঘ্রাণে মাতাল করে
খুললে ঘরের দোর।
নীল আকাশে ঝলমলে রোদ
পেঁজা তুলোর মেঘ,
শুভ্র সাদায় স্নিগ্ধ হাসে,
জল হারিয়ে শূন্যে ভাসে!
বৃষ্টি যেন পালায় দূরে-
রয় না যে তার বেগ।