আশরাফ হাসান
আর কত মানুষের ক্ষত
বখে যাওয়া বেগানা পাপ
রাস্তায় ট্রাফিক সিগন্যালের মতো
ওত পেতে থাকে লোমশ ইঁদুর
দুঃস্বপ্নের ধাবমান স্রোতে তেড়ে আসা বনেদি কুকুর
রেড বিপ্লবের মতো ঘরে ঘরে অম্লজান ব্রিগেড
স্প্যানিশ ড্রামের ঝংকার যেন
ঝরে থোকা থোকা স্বপ্নশহর।
আমার আকাশ দখলে নিয়েছে
ঝাঁক ঝাঁক কম্বোডিয়ান ছায়া
প্রমত্তা প্রেমিক-
বিদগ্ধ বিলোভনে পোড়ায় রাত্রির রসদ
প্রত্যুষের হাড়...পাঁজর,
শুয়ে থাকা ভোর, সমস্ত সকাল।