Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


ফ্রান্সের জাদুঘর থেকে ৯৫ লাখ ইউরোর মালামাল চুরি

ফ্রান্সের জাদুঘর থেকে ৯৫ লাখ ইউরোর মালামাল চুরি ছবি সংগৃহীত



 
ফ্রান্সের একটি জাদুঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে চোরেরা ৯৫ লাখ ইউরো মূল্যের মালামাল চুরি করেছে।

সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৩টায় জাদুঘরটিতে অ্যালার্ম বেজে ওঠে। তবে পুলিশ আসার আগেই চোরের দল পালিয়ে যেতে সক্ষম হয়।

জাদুঘরটি জানিয়েছে, চোরেরা চৌদ্দ ও পনেরো শতকের দুটি বিশেষ গুরুত্বপূর্ণ চীনের চীনামাটির বাসন এবং আঠারো শতকের একটি চীনা ফুলদানি নিয়ে পালিয়ে গেছে। এগুলো ‘জাতীয় সম্পদ’ হিসেবে তালিকাভুক্ত।

ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ এক প্রতিবেদনে জানিয়েছে, চুরি হওয়া জিনিসপত্রগুলো অস্থায়ীভাবে প্রদর্শনীর জন্য ব্যক্তিগত সংগ্রহকারীর কাছ থেকে ধার হিসেবে নিয়ে আসা হয়েছিল।

লিমোজেসের পাবলিক প্রসিকিউটর এমিলি অ্যাব্রান্তেসের মতে, অ্যালার্ম বেজে ওঠার পর জাদুঘরের নিরাপত্তারক্ষীরা দ্রুত পুলিশকে ফোন করেন। কিন্তু সন্দেহভাজনরা এর আগেই পালিয়ে যায়।

এর আগে গত বছরের নভেম্বরে প্যারিসের কগনাক-জে জাদুঘরে চারজন ব্যক্তি কুড়াল দিয়ে একটি ডিসপ্লে কেস ভেঙে ফেলে এবং স্নাফবক্স ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স