Thikana News
০৫ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

নিষ্ফল

নিষ্ফল
ঠিক যে কথা বলতে চেয়েছি
পারিনি তা, মনের মতো করে...
তোমার অবহেলায় আমার আগ্রহ
বেড়ে যায়, উত্তরোত্তর।
অবহেলার নীরব অথচ কঠিন ব্যথা
সয়ে যাই ধৈর্য ধরে।
শুনেছি অপেক্ষার ফল ভালো হয়।
আমি কোনো ফল পাইনি, সবই নিষ্ফল।

কখনো ভেবেছি এড়িয়ে চলা নীতিতে
ভ্রুক্ষেপহীন থাকব, কিন্তু তোমার আকর্ষণ
উপেক্ষা করার সামর্থ্য আমার হয়নি কখনো...
তবে সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল, এই
অবহেলা আর আগ্রহ অন্য কেউ বোঝেনি কখনো।
যা আমার ব্যক্তিত্বকে ক্ষুণ্ন করেনি, অথচ
আমি জানি তুমি আমায় ঠিকই অবলোকন
পর্যবেক্ষণ করতে এক পলকের তীক্ষè দৃষ্টিতে।

রূপবতীদের বিশেষ বৈশিষ্ট্য, তারা তাদের
চারপাশের বহুমুখী দৃষ্টির চমৎকার বিচার-বিশ্লেষণ
পর্যবেক্ষণ করে ফেলে মুহূর্তেই।
তোমার প্রতি আমার ব্যাপক দুর্বলতাও আমাকে
ব্যক্তিত্বহীন কোনো কর্মকাণ্ডে উৎসাহিত করতে পারেনি।
আমি নিশ্চিত এই কারণেই, আমি তোমাকে পাইনি
বা তুমি আমাকে অর্জন করোনি।
 

কমেন্ট বক্স