Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

তুমি আমার শুভ্র

তুমি আমার শুভ্র





 
প্রাণে প্রাণে মিশে গড়েছ বিস্তৃত আকাশ
এক আকাশ ভালোবাসা জ্যোৎস্না স্নান করে মনোজগৎ ভিজিয়ে শীতল করে দেয়,
সুখের নির্লিপ্ত আভায় গড়ে তোলা স্বর্গরাজ্য যেন উঁচু পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়।
সমুদ্রসম হৃদয় হতে আলিঙ্গনের
সুর বাজে প্রতিনিয়ত,
বেসুরো কণ্ঠের গান কবিতায় বলতে ইচ্ছে করে,
ওগো পাহাড় তুমি, আকাশ তুমি
বিশাল সমুদ্র তুমি, বিস্তৃত মরুভূমি!
যা-ই বলি না কেন, মনে হচ্ছে কমতি আছে,
তবে তবুও তোমায় শুধু শুভ্র বলেই ডেকে যাব,
শুভ্রতা ছড়িয়ে ঠিক এমনই থেকো
তুমি আমার শুভ্র!
 

কমেন্ট বক্স