বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন স্থপতি মেরিনা তাবাসসুম দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছেন। ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১০টা ৩৮ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মেরিনা তাবাসসুমই প্রথম বাংলাদেশি স্থপতি যিনি একাধিকবার এই মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার জিতেছেন।
বিশ্বব্যাপী স্থাপত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০২৫ পাওয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেরিনা তাবাসসুমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছর বিজয়ী হিসেবে সাতটি প্রকল্পের নাম ঘোষণা করা হয়েছে। মেরিনা তাবাসসুম তাঁর 'খুদিবাড়ি' প্রকল্পের জন্য এবার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিসকেকে পুরস্কার প্রদান করা হবে। এর আগে তিনি ২০১৬ সালে আবদুর রউফ মসজিদের স্থাপত্যের নকশার জন্য আগা খান পুরস্কার জিতেন।
সম্মিলিতভাবে এবারের আগা খান পুরষ্কারজয়ী কাজগুলি বহুত্ববাদ, সামাজিক রূপান্তর, সাংস্কৃতিক সংলাপ এবং জলবায়ু-প্রতিক্রিয়াশীল নকশার জন্য স্থাপত্যের অনুঘটক হিসেবে ভূমিকা রেখেছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মেরিনা তাবাসসুম আরকিটেক্টসের তৈরি পুরস্কৃত প্রকল্প ‘খুদি বাড়ি’ বা ‘লিটল হাউস’ বাংলাদেশের বন্যা ও নদী ভাঙনের কারণে বারবার বাস্তুচ্যুত হওয়া চরে বসবাসকারীদের জন্য একটি উপযোগী এবং সাশ্রয়ী মূল্যের কমিউনিটি দ্বারা স্ব-নির্মিত আবাসন সমাধান।
ঠিকানা/এএস