Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের যোগদানে বাধা নিয়ে যা বললেন এরদোয়ান

জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের যোগদানে বাধা নিয়ে যা বললেন এরদোয়ান ছবি : সংগৃহীত



 
চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের সদস্যদের মার্কিন ভিসা না দেওয়ার সিদ্ধান্ত ‘পুনর্বিবেচনা’র ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

গত শনিবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের ৮০ জন সদস্যেরই ভিসা প্রত্যাখ্যান করা হবে। ওই প্রতিনিধিদলে রয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই সিদ্ধান্ত ইসরায়েল সরকারের চিন্তা-ভাবনার সঙ্গে মিলে যায়। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোর বিরোধিতা করে আসছে ইসরায়েল।

সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগদানের পর চীন থেকে ফেরার পথে বিমানে তুর্কি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জাতিসংঘের মূলনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’ তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, (যুক্তরাষ্ট্রের) সিদ্ধান্তটি যতো তাড়াতাড়ি সম্ভব সংশোধন করা প্রয়োজন।’

ফিলিস্তিনের পক্ষে বরাবরই সরব এরদোয়ান। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ফিলিস্তিনে গণহত্যা’র অভিযোগও করেছেন তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স