Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


সহকর্মীর সঙ্গে ‘গোপন প্রেম’, নেসলের সিইও বরখাস্ত

সহকর্মীর সঙ্গে ‘গোপন প্রেম’, নেসলের সিইও বরখাস্ত ছবি : সংগৃহীত



 
খাদ্য উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে ১ সেপ্টেম্বর (সোমবার) তাৎক্ষণিকভাবে প্রধান নির্বাহী (সিইও) লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করেছে। অভিযোগ রয়েছে, তিনি তার অধীনস্থ এক সহকর্মীর সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নেসলে কর্তৃপক্ষ। যাতে মিলেছে সিইও লরেন্টের সাথে তারই অধস্তন সহকর্মীর প্রেমের সম্পর্কের প্রমাণ। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাৎক্ষনিকভাবে সিইওকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

গত বছর নেসলের সিইও’র দায়িত্ব গ্রহণ করেন লরেন্ট ফ্রেইক্স। তারই উত্তরসূরি হিসেবে নেসপ্রেসো কফির প্রধান ফিলিপ নাভ্রাতিলকে সিইও হিসেবে নিযুক্ত করেছে নেসলে।

উল্লেখ্য, গত জুলাইয়ে নেসলে জানায়– ২০২৫ সালের প্রথম ছয় মাসে তাদের মুনাফা ১০.৩ ভাগ কমেছে। এর কারণ হিসেবে ধরা হয়, চীনে ক্রেতাদের খরচ ধীরগতির হওয়া এবং কোকো ও কফির দাম বাড়ায় চাপ সৃষ্টি হওয়া।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স