Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের

পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের ছবি সংগৃহীত



 
গণঅধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর কাকরাইল রণক্ষেত্রে পরিণত হয়।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ও রাতে দুই দফায় ধাওয়া-পাল্টাধাওয়াসহ হামলার ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে পুলিশি প্রটোকলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছাড়েন দলটির চেয়ারম্যান জিএম কাদের। গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে একটি কালো গাড়িতে ওঠেন তিনি। এ সময় গণঅধিকার পরিষদের কিছু সমর্থক সেই গাড়ি আটকালে পুলিশ তাদের সরিয়ে দেয়। নিরাপদে এলাকা ছাড়েন জিএম কাদের।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হলুদ হেলমেট পরে একদল লোককে সেখানে হামলা চালাতে দেখা গেছে। এ হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির বেশ কয়েকজন আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলুদ হেলমেট পরা একদল লোক হামলা চালিয়েছে। জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়েছেন তারা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স