Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ছবি সংগৃহীত
রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলামোটর মোড়ে বিক্ষোভ করেছেন এনসিপির নেতা-কর্মীরা। রাত ১১টার দিকে এনসিপির দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ করেন তারা।

এর আগে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

রাত ৮টার কিছুক্ষণ পরে হামলার প্রতিবাদে মশাল মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিল থেকে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়ে ও পুলিশ ব্যারিকেড ভেঙে জাপা অফিস চত্বরে ঢুকে পড়ে। অপরদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা লাটিসোঁটা নিয়ে ভেতর থেকে প্রতিরোধের চেষ্টা চালায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে নুরসহ অন্যান্য নেতা-কর্মী ও পুলিশ সদস্য আহত হন।

নুর ছাড়াও আহতরা হলেন রাশেদ খান (৩২), হাসান তারেক (২৮), ফারজানা কিবরিয়া (৩০), মইনুল ইসলাম (৩৫), মেহবুবা ইসলাম (৩০), আবু বক্কর (৩০), তারেক আজাদ (২৫) এবং পুলিশ ইন্সপেক্টর আনিছুর রহমান (৪২)।

হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কাকরাইল থেকে পুলিশ সদস্যসহ মোট ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। জরুরি বিভাগে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স