Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

লজ্জাবতী

লজ্জাবতী





 
ছুঁয়ে দিলে লজ্জাবতী
লজ্জাতে হয় রাঙা,
নেয় গুটিয়ে নিজেকে ক্ষণিক
আবারও হয় চাঙা!
তেঁতুল পাতার মতো পাতা,
হাসতে থাকে তুলে মাথা!
সংবেদনশীল গুল্ম এটি
ভালোবাসেও ডাঙা।

প্রজাপতি বসলে ফুলেও
নেয় গুটিয়ে নিজে,
স্পর্শে ওই খেলে তড়িৎ
তার প্রবাহে ভিজে!
বের হয়ে যায় খনিজ পানি,
হয় পাতাতে জানাজানি!
চুপসে গিয়ে চুপ করে রয়
ভালোও লাগে কী যে!

ফুল ফোটে তার থোকায় থোকায়
দেখলে নজর টানে,
হালকা রঙের গোলাপি বেশ
তাকায় আকাশপানে।
গাছের কাণ্ড লোমশ নরম,
শরীরজুড়ে আছে শরম!
অলি এসে গুনগুনিয়ে
কয় কথা তার কানে।
 

কমেন্ট বক্স