Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নিউইয়র্কে আড়াই মিলিয়ন ডলারের গাঁজা জব্দ

নিউইয়র্কে আড়াই মিলিয়ন ডলারের গাঁজা জব্দ
নিউইয়র্কে গাঁজা বিক্রি ও সেবন বৈধ হওয়ায় এখানে উৎপন্ন গাঁজা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে অননুমোদিতভাবে গাঁজা আনা হচ্ছে। ফলে সরকার এই খাতে রাজস্ব হারাচ্ছে। 
তাই অবৈধভাবে কোনো স্টেট থেকে নিউইয়র্কে গাঁজার চালান এলে তা জব্দ করার পাশপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি কুইন্স থেকে আড়াই মিলিয়ন ডলার মূল্যের শত শত গাঁজার প্যাকেট জব্দ করা হয়েছে এবং ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মিলিন্ডা কাটজ বলেছেন, সম্প্রতি ক্যালিফোর্নিয়া থেকে কুইন্সে হাজার হাজার পাউন্ড অবৈধ গাঁজা পণ্য পরিবহন করা হচ্ছিল। মাসপেথ ও লং আইল্যান্ড সিটিতে দুটি ট্রাক এবং দুটি স্টোরেজে তল্লাশি চালিয়ে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে এবং প্রায় ২.৫ মিলিয়ন ডলারের শত শত প্যাকেট গাঁজা পণ্য জব্দ করা হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে বিক্রি হওয়া এ ধরনের টিএইচসি পণ্য প্রায়ই আমাদের সম্প্রদায়ের ক্ষতি করে। এ কারণে বৈধ দোকানগুলোকে স্টেট কর্তৃক কঠোর অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। নিউইয়র্ক সিটি শেরিফ, নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব পুলিশ ও ডিইএর সহযোগিতায় আমার অফিসের অপরাধ কৌশল ও গোয়েন্দা ব্যুরো এ বিষয়ে কাজ করে। এই সফল কাজের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরও বলেন, এই অনিয়ন্ত্রিত পণ্যগুলোর কোনোটিই নিউইয়র্ক সিটির বাসিন্দাদের বিষ প্রয়োগের জন্য ব্যবহার করা হবে না। আমার শীর্ষ অগ্রাধিকার সর্বদা নিউইয়র্কবাসীকে নিরাপদ রাখা।
সূত্র জানায়, কুইন্সের বিভিন্ন এলাকায় সাবওয়ে ও রাস্তার পাশে অনেক মানুষকে গাঁজা সেবন করতে দেখা যায়। এতে দুর্গন্ধে মানুষ সেখানে চলাফেরা করতে পারে না। এ ছাড়া রাস্তায় চলাচলেও মানুষকে বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়।

কমেন্ট বক্স