Thikana News
০৩ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। রোববার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চান্দুরা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের শাজাহান মিয়ার ছেলে আকরাম (২২), রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মো. ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১), সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন (২৬), সদর উপজেলার মজলিশপুর এলাকার শাহাজান মিয়ার ছেলে তুহিন হাসান (২৫) ও মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর এবং মাধবপুর থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এসে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একজনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স