Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

সিলেটে বাস খাদে পড়ে আহত ২৮, নিখোঁজ ২

সিলেটে বাস খাদে পড়ে আহত ২৮, নিখোঁজ ২ ছবি সংগৃহীত
সিলেটের জাফলং থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বিরতিহীন বাস সড়ক দুর্ঘটনায় পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, বাসটি জাফলং থেকে সিলেট আসছিল। কাটাগাং এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশের একটি ৮-৯ ফুট পানিভরা খাদে পড়ে যায়।

বাসটিতে ৪০-৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ২ জন যাত্রী নিখোঁজ, তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স